খুলল স্বপ্নের দুয়ার। উদ্বোধন হলো সক্ষমতার পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পর সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে সেতুর দুই প্রান্তে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসবে মেতে ওঠে পুরো দেশ। জেলায় জেলায় র্যালি, আলোচনা সভা ও অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়।
জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা: জেলা স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হয়। এসময় সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ: পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে ঝিনাইদয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় শৈলকূপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ: পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১০টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে কেড়াইলকোপা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের নেতৃত্ব দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

যশোর: বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে যশোরে। সকাল থেকে শহরের টাউন হল মাঠে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
কক্সবাজার: পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে কক্সবাজারে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় পর্দার মধ্যদিয়ে সেতুর উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখানো হয়। এসময় সেতুর ছবি সম্বলিত টি-শার্ট, ক্যাপ মাথায় দিয়ে শত শত মানুষ সেখানে উপস্থিত হন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দিন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. সোলেমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক মুকুল, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি প্রদর্শনসহ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েরর্য র্যালিটি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শুরু হয়ে ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
কলাপাড়া (পটুয়াখালী): পদ্মা সেতুর উদ্বোধনের দিন পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন পাড়াগুলোতে পিঠা উৎসবসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলার মিশ্রিপাড়া বৌদ্ধ বিহারে এ কর্মসূচি পালিত হয়।

মেহেরপুর: জেলায় বর্ণাঢ্য শোভযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি অ্যাডভোটেট ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নরসিংদী: শোভাযাত্রা, বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন প্রদর্শনসহ দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সিভিল সার্জন নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়াইল: র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মধ্যদিয়ে পদ্মা সেতুর উদ্বোধনের দিন পালিত হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়: পদ্মা সেতুর প্রতিকৃতি ও শোভাযাত্রার মধ্যদিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে অংশ নেয় মানুষ। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়। পরে শেরে বাংলা মুক্তমঞ্চ ও সরকারি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাজবাড়ী: বেলুন ও পায়রা উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন উৎসবের শামিল হয় মানুষ। এর আগে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শহীদ নূর আকবর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. অবায়দুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল: সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ: দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরের গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হয়। শোভাযাত্রাটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পিরোজপুর: জেলায় আনন্দ মিছিল ও বড় পর্দায় সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে দেখানো হয়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান প্রমুখ অনুষ্ঠানে উপভোগ করেন।
রাঙ্গামাটি: পদ্মা সেতুর মাহেন্দ্রক্ষণ উপভোগে বর্ণিল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠান দেখেন সবাই। পরে সন্ধ্যায় আতজবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।